আবছা আঁধার, বইছে মৃদুমন্দ হাওয়া,
ভোরের আলোও ফোটেনি।
দূরের ঐ মসজিদ হতে ভেসে আসছে, সুমধুর আযানের ধ্বনি।
ওযু শেষে জায়নামাজ টা বিছিয়ে,
কায়েম করলাম ফজর সালাত।
পরম শান্তি পেলাম সালাত শেষে,
শেষ করে কুরআন তিলাওয়াত।
দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
নিরবে নিভৃতে বলি মোনাজাতে,
হে দয়াময়, সারাজীবন এমনি শান্তি দিও
সালাত কায়েম আর কুরআন তিলাওয়াতে।
নার্গিস আক্তার স্বপ্না,বরিশাল বিশ্ববিদ্যালয়