(আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু )
সীরাহ অডিও লেকচার সিরিজ ঝমঝম
বৃষ্টি পড়ছে। পাতায় পাতায় হুটোপুটির শব্দ। কংক্রিটের ছাদে আবার সেই শব্দ অনেকটাই গম্ভীর। থেমে থেমে মেঘের নিনাদ। হঠাৎ চেঁচিয়ে ওঠা কালাশনিকভের গুলিতে নিথর মৃতদেহ। মৃত্যুর আগে শুধু অস্ফুট আর্তনাদ। আচমকা বারুদের এই গর্জনে ভয় পেয়ে কেঁদে ওঠে নিচের তলার শিশু। অস্ত্রের ধমককে বজ্রের হুঙ্কার ভেবে বাচ্চাকে অভয় দেন মা। ঘুমপাড়ানি গানের নেশালাগা গুনগুনে ধীরে ধীরে স্তিমিত হয় ছোট্ট হৃৎপিণ্ডেরধুকপুকানি। ওদিকে ঝমঝমিয়েনেমে আসা বৃষ্টি আর নিঃশব্দে শরীরে বয়ে চলা উষ্ণ রক্ত লাশ থেকে বেরিয়ে আচমকাই এক হয়ে কলকল করে বয়ে যায় ঢাল বেয়ে। — কত কাছাকাছি সব শব্দ, অথচ কত ভিন্ন তাদের অনুভূতি। কত দৃশ্যই না কল্পনায় তৈরি করে একেকটা শব্দ।
শব্দ, দৃশ্য, ঘ্রাণ, স্পর্শ – এটুকু দিয়েই তো মানুষ দুনিয়াটাকে নিজের ভেতর ধারণ করে। এসব ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা দিয়েই মানুষ গড়ে, মানুষ ভাঙে… বদলায়। আচ্ছা, এর মধ্যে কোনটা মানুষকে বেশি প্রভাবিত করে? মনে হয় শব্দ। শব্দেই দুমড়ে মুচড়ে যায় অন্তর। শব্দেই হৃদয় স্পন্দিত হয় শান্তির তরঙ্গে। শব্দেই মানুষ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করতে কিংবা শান্তি আনতে।
ইতিহাসও কিন্তু তাই বলে। শ্রবণেন্দ্রিয় পথেই একটা জাতির খোলনলচে পালটে দিয়েছিল কুরআন। ওয়াহির শব্দ সিজদায় ফেলে মুশরিকদের, পাথরসম অন্তর ভেঙে ফোয়ারা ছোটায় উমারের অন্তরে। যুগ থেকে যুগ যুগান্তরে, আজও মানুষ কান্নায় ভেঙে পড়ে সেই শব্দে। এই শব্দে উঠে দাঁড়ায়, প্রাণ দেয় , প্রাণ নেয়। কই শব্দ তো আমরাও শুনি। নেতার মিথ্যাচার, উদ্ধতের আস্ফালন, আহতের চিৎকার, নিহতের নীরবতা। কিন্তু সেই শব্দ কোথায় যা জীবন্মৃতকে জাগাবে, অহংকারীকে কাঁপাবে, ভীরুকে দিবে বলিষ্ঠ কন্ঠস্বর আর মজলুমকে করবে শক্তিধর? সেই শব্দ খুঁজে পেতে তাই ফিরে যেতে হবে সেই মানুষের জীবনে, যার মুখনিঃসৃত শব্দ একদিন এনে দিয়েছিল এই সবই। আর এমন জীবনী উজ্জীবিত করতে শব্দের চেয়ে উত্তম মাধ্যম আর
কি-ইবা হতে পারে?
তাই শব্দ দিয়েই বদলে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে রেইনড্রপসের নতুন অডিও সিরিজ — সীরাহ অডিও।
এই শব্দে বদলে গিয়ে আরও বলিষ্ঠ শব্দে একে ছড়িয়ে দিতে আপনি প্রস্তুত তো ?
রাসুল ছাঃ জীবনীর উপর এই বিষয়ের উপরই লিখিত অসাধারণ বই “সীরাতুর রাসূল (ছাঃ)”। বইটি রচনা করেছেন প্রফেসর আসাদুল্লাহ আল গালিব। বইটি প্রকাশ করেছে হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ।
পৃষ্ঠা : ৮৫৭
সাইজ : ৬ মেগাবাইট
বইটির পিডিএফ ভার্সন ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন।
Sr No | Lectures Title | Download |
---|---|---|
25 | নবী ﷺ (নবী ﷺ সীরাহ) পর্ব-- ২৫ রাসুল ছাঃ হিজরত | Download |
24 | সাহাবীদের হিজরত।। (নবী ﷺ সীরাহ) পর্ব--২৪ | Download |
23 | আক্বাবার দ্বিতীয় শপথ (নবী ﷺ সীরাহ) পর্ব—২৩ | Download |
22 | ইসলামের দূর্গ আল আনসার (নবী ﷺ সীরাহ) পর্ব--২২ | Download |
21 | রাসূল্লাহুর (সাঃ) নতুন ভূমির সন্ধান (নবী ﷺ সীরাহ) পর্ব--২১ | Download |
20 | মিরাজের ঘটনা (নবী ﷺ সীরাহ) পর্ব--২০ | Download |
19 | রাসুল্লাহুর ﷺ সবচেয়ে দুঃখের বছর (নবী ﷺ সীরাহ) পর্ব—১৯ | Download |
18 | মুসলিমদের উপর চাপিয়ে দেয়া ভয়াবহ বয়কট (নবী ﷺ সীরাহ) পর্ব—১৮ | Download |
17 | উমর (রাঃ) হামযা (রাঃ) এর ইসলাম গ্রহণ (নবী ﷺ সীরাহ) পর্ব—১৭ | Download |
16 | সমুদ্রের ঢেউ এর বিপরীতে (নবী ﷺ সীরাহ) পর্ব—১৬ | Download |
15 | দেশ ছেড়ে অন্য দেশে হিজরত (নবী ﷺ সীরাহ) পর্ব—১৫ | Download |
14 | রাসূল (সাঃ) এর_দাওয়াহ (নবী ﷺ সীরাহ) পর্ব—১৪ | Download |
13 | সাহাবারা অত্যাচারিত হয়েছিলেন (নবী ﷺ সীরাহ) পর্ব—১৩ | Download |
12 | কেমন ছিল কুরাইশদের প্রতিক্রিয়া (নবী ﷺ সীরাহ) পর্ব—১২ | Download |
11 | দাওয়ার প্রকাশ্য পর্যায় (নবী ﷺ সীরাহ) পর্ব—১১ | Download |
10 | রাসুল্লাহুর ﷺ দাওয়াতের গোপন পর্যায় (নবী ﷺ সীরাহ) পর্ব—১০ | Download |
9 | জিবরিল আঃ এর আগমন (নবী ﷺ সীরাহ) পর্ব—৯ | Download |
8 | কেমন ছিল সেই সময় আরব সমাজ(নবী ﷺ সীরাহ) পর্ব—৮ | Download |
7 | সালমান ফারসী রাঃ এর গল্প (নবী ﷺ সীরাহ) পর্ব—৭ | Download |
6 | খাদিজা (রাঃ) এর সাথে বিয়ে (নবী ﷺ সীরাহ) পর্ব--৬ | Download |
5 | আমি ছিলাম মেষপালক (নবী ﷺ সীরাহ) পর্ব—৫ | Download |
4 | রাসূল ﷺ এর জন্ম (নবী ﷺ সীরাহ) পর্ব—৪ | Download |
3 | পৃথিবীটা কেমন ছিল ইসলামের আগে (নবী ﷺ সীরাহ) পর্ব—৩ | Download |
2 | রাসূল ﷺ এর জীবনী না জানলে কি সমস্যা (নবী ﷺ সীরাহ) পর্ব--২ | Download |
1 | কেমন ছিলেন আমাদের নবী ﷺ (নবী ﷺ সীরাহ) পর্ব--১ | Download |
৬ Comments
মোঃ মাইনুদ্দিন হাওলাদার
সীরাহ্’র ১ম ও ২য় পর্ব কই
রুহুল আমিন বিন আব্দুল লতিফ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সম্মানিত দিনি ভাই টেকনিক্যাল সমস্যার কারনে কিছু সমস্য দেখা দিয়েছিল।আলহামদুলিল্লাহ্ এখন ডাউনলোড করতে পারেন ১ও ২ পর্ব আপলোড দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ্।
‘আপনিও হোন ইসলামের প্রচারক’
মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। “কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা” [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
Ikramul Haque
সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করার অপশন থাকলে ভাল হয়। গুগল ড্রাইভের ফোল্ডার টাও শেয়ার করতে পারেন।
আনিসুর
ফাইল নেম গুলা ঠিক করা উচিত । প্রতি পার্ট এর আগে সেই পার্ট এর নাম্বার দেয়া থাকলে player এ ওই সিরিয়াল এ সো করে । 1, starting . 2,sirrah keno janbo . 3,thokon arob deer obosta . 4,something else . এইভাবে হবে ।
রুহুল আমিন বিন আব্দুল লতিফ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সম্মানিত দিনি ভাই আল্লাহ আপনাকে উওম পতিদান দিন,বিষয়টি আমরা অবগত ছিলাম না বিষয়টি মাথায় রাখলাম,পাশে থাকার অনুরধ রইল । আল্লাহ ভাল রাখুন।
আনিছুর
ভাই এই ফাইল গুলা তে সমস্যা রয়েছে । কিছু কিছু জায়গায় অডিও রিপিট হচ্ছে । কিছু কিছু জাগায় শব্দ কথা কিছুই না থেমে থেমে থাকছে ।যেমন এখন 8 নম্বর তাই এর বেশি গ্যাপ আছে যে সুনার অযোগ্য । তাই আমি 25 টা ফাইল ডিলিট করে দিলাম । অন্য ভাই দের বলব । অফিসিয়াল সোর্স থেকে ডাউনলোড করতে । https://archive.org/details/SeerahAudio
। আর এডমিন কে বলব আপনারা এ গুলা ডাউনলড করে সাইজ কমায় (বিট রেট কম করে) আপলোড দিতে পারেন ।